১
জীবজন্তু
একটি গরুকে আর একখানি গরু চেনে
কুকুর বেড়াল জীব জন্তু জানোয়ার
সহজাত প্রত্যেকেই প্রত্যেককে জানে,
শুধুমাত্র জানেনা ওদের জীবজন্তু বলা হয়…
কিন্তু সিঁড়ির উপরে উঠে গেলে
একটি মানুষ আর একজন মানুষ চেনেনা!
২
কুকুর
সীমানা ছাড়িয়ে গেলে জাহান্নামের আগুন জলে
উস্কে দেয় বেপারার হাওয়া আমি নেভাতে পারি না
লেজ নেমে গেলে ওরা বুঝে নেয় বশ্যতা স্বীকার
ঠিক তখন কুকুর আরেকটি কুকুরকে কামড়ায় না
একাধিক ভূল করেও মানুষ স্পর্ধা সঙ্গী করে
আর একজন মানুষকে খুন করে…
৩
বেড়াল
শান্ত থাবা উদগ্রীব হয়ে গেলে বুঝে নিতে হবে
দু’চোখের আশেপাশে শত্রুপক্ষ দাঁড়িয়ে রয়েছে
তখন নিঃশব্দ নখে যুদ্ধের মতন রক্ত লাগে!
৪
বাঘ
ছোটথেকে জেনে আসছি বাঘ জঙ্গলেই থাকে
যদি মানুষ জঙ্গলে যায় তবে বাঘের কী দোষ
গাছ রক্ষা করবার দায়িত্ব বাঘেরও কিছু আছে।
তবে ইদানিংকাল দু’চারটে বাঘ দেখা যায়
আমাদের রুগ্ন হয়ে যাওয়া মফঃস্বলের রাস্তায়!
৫
মানুষ
সব হারিয়ে যখন কেউ ঈশ্বরের সামনে বসেন
তখন আমার মনে হয়
ঈশ্বর থাকুক বা না থাকুক ঈশ্বরই সর্বশক্তিমান।
2 Comments
[…] গুচ্ছ কবিতা – সংবেদন চক্রবর্তী […]
কবিতাগুলো ভালো লাগলো।
কবিতা মিতবাক শিল্প, তার প্রমাণ দেয় কবিতাগুলো।–গৌতম রায়।