Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

গুচ্ছ কবিতা – সংবেদন চক্রবর্তী

Sep 17, 2025

গুচ্ছ কবিতা - সংবেদন চক্রবর্তী

সংবেদন নাম রেখেছেন কবি পিনাকী ঠাকুর
বি.এ ফার্স্ট ইয়ার পড়তে পড়তে রাজনীতিতে জড়িয়ে যাওয়া তারপর পড়াশোনা ছেড়ে দেওয়া।
পিনাকী ঠাকুরের লালন পালনে বড় হয়ে ওঠা কবিতা লিখতে আসা ১৯৯৮। প্রথম কাব্যগ্রন্থ “গোপনতা খুলে দাও স্বাধীন দুপুরে” নামকরণ করেছিলেন কবি পিনাকী ঠাকুর। কবি সুদীপ চক্রবর্তীর সহযোগিতায় ২০১৯ সালে বইটি প্রকাশ পেয়েছিল। দ্বিতীয় কাব্যগ্রন্থ “যে গাছটি খুন হল” সপ্তর্ষি প্রকাশনা প্রকাশক সৌরভ মুখোপাধ্যায়। বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি সর্বোপরি সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস পত্রিকায় নিয়ম করে লেখা হয়েছে। আকাশ বাণীতে কবিতা পাঠ হয়েছে। আকাশবাণী মৈত্রীতে কবি কন্ঠ।

জীবজন্তু

একটি গরুকে আর একখানি গরু চেনে 

কুকুর বেড়াল জীব জন্তু জানোয়ার 

সহজাত প্রত্যেকেই প্রত্যেককে জানে, 

শুধুমাত্র জানেনা ওদের জীবজন্তু বলা হয়…

 

কিন্তু সিঁড়ির উপরে উঠে গেলে 

একটি মানুষ আর একজন মানুষ চেনেনা! 

 

কুকুর 

 

সীমানা ছাড়িয়ে গেলে জাহান্নামের আগুন জলে 

উস্কে দেয় বেপারার হাওয়া আমি নেভাতে পারি না 

 

লেজ নেমে গেলে ওরা বুঝে নেয় বশ্যতা স্বীকার 

ঠিক তখন কুকুর আরেকটি কুকুরকে কামড়ায় না 

একাধিক ভূল করেও মানুষ স্পর্ধা সঙ্গী করে 

আর একজন মানুষকে খুন করে…

 

বেড়াল 

 

শান্ত থাবা উদগ্রীব হয়ে গেলে বুঝে নিতে হবে 

দু’চোখের আশেপাশে শত্রুপক্ষ দাঁড়িয়ে রয়েছে

 

তখন নিঃশব্দ নখে যুদ্ধের মতন রক্ত লাগে! 

 

বাঘ 

ছোটথেকে জেনে আসছি বাঘ জঙ্গলেই থাকে

যদি মানুষ জঙ্গলে যায় তবে বাঘের কী দোষ 

গাছ রক্ষা করবার দায়িত্ব বাঘেরও কিছু আছে।

 

তবে ইদানিংকাল দু’চারটে বাঘ দেখা যায়  

আমাদের রুগ্ন হয়ে যাওয়া মফঃস্বলের রাস্তায়!

 

 

মানুষ 

 

সব হারিয়ে যখন কেউ ঈশ্বরের সামনে বসেন 

তখন আমার মনে হয় 

ঈশ্বর থাকুক বা না থাকুক ঈশ্বরই সর্বশক্তিমান।

2 Comments

  • […] গুচ্ছ কবিতা – সংবেদন চক্রবর্তী […]

    • কবিতাগুলো ভালো লাগলো।
      কবিতা মিতবাক শিল্প, তার প্রমাণ দেয় কবিতাগুলো।–গৌতম রায়।

Leave a Reply to Goutam Roy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *