Kokshopoth পারমিতা দে দাস kokshopoth Aug 22, 2025 পারমিতা দে দাস কাগজ বিক্রেতা আমার শোকের কথা খবরে না ছাপা হলেও চলবে।আমার বুকের বামপাশে সর্ষে দানার মত তিলটাকোনো পুরুষ ছুঁয়ে দিলে প্রজাপতি হয়ে যায়… এই রহস্য গন্ধ লেখো! এই খবর ছড়িয়ে গেলেকেউ তো একবেলা খেয়ে পরে বাঁচবে। ছলনাময়ী বিজ্ঞাপনে ছেয়ে গেছে শহর হাওয়া অফিস রাখছে না আর কথা।দূর থেকে দেখি, তোমার অধর ছুঁয়ে বৃষ্টি ভিজছে কৌরঞ্জ পাখিটা। বৃষ্টি কেবলই আমার ঘর ভাসায়… জারি করে সতর্কতা।আমি হাঁটুজলে দাঁড়িয়ে,জলের সর থেকে তুলে নিই অলিখিত বঞ্চনা।