Kokshopoth দেশিক হাজরা-র কবিতা kokshopoth Sep 5, 2025 দেশিক হাজরা-র কবিতা জন্ম ৭ জানুয়ারি ১৯৯৫, পূর্ব বর্ধমান শহরের অন্তর্গত শ্যামসুন্দর গ্রাম। কবিতা লেখার সঙ্গে সঙ্গে দেশিক ভালোবাসেন বই পড়তে, ছবি তুলতে, গান শুনতে। পাঁচটি দু-লাইনের কবিতা১)লিজাগ্রত মহাবোধি পূর্ণিমায় অনিকেত প্রান্তরে নন্দিনীপালকের নিচে শুয়ে আছে জ্যোৎস্না বিরহ পরিদর্শনে।(২)স্বএখনো ভেঙে যাওনি কেন অব্যক্তের কাছে ভেঙে টুকরোটুকরো হয়ে যাও, ব্যথিত ব্যতিক্রম এর কাছে ভেঙে যাও।(৩)কৃউড়ে চলো নিহিত রাতের যাপনে ধুসর আকাশের নিচে,চূর্ণ-বিচূর্ণ হতে ধূসর ধুলির ভিতরে মিলে-মিশে যাওআঁখিশূন্য বাকশূন্য অগ্নিশূন্য ভূমিহীন কৃপা মান্য ক্ষমতায়ন।(৪)জ্ঞবাতাস থেকে সুরক্ষিত দিকে ওই পথ ছারিয়ে ধুলো পথ ঘেঁটে দেখেছে কে, প্রবীণের মিথ কলরব টুকু ছড়িয়েছে অবসর আসরে।(৫)ধ্রুমাটি থেকে আকাশের দিকে তাকিয়ে, বাবুই করছে আসা যাওয়া যেখানে। ঠিক যেন রন্ধনকালীন সময়ে তোমার চঞ্চলতা; স্বাদের প্রতি।
1 Comment
[…] দেশিক হাজরা-র কবিতা […]