গঙ্গার ধারে, প্রাকৃতিক মৃদু প্রতিধ্বনির মধ্যে শৈশব কাটানো কবি সুকান্ত মণ্ডল। বাবা সুধাংশু মণ্ডল ও মা শঙ্করী মণ্ডলের স্নেহে বড় হওয়া এই কবির স্কুল শিক্ষা সম্পন্ন হয় মানিকচক শিক্ষা নিকেতন থেকে। এরপর গৌড় মহাবিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন, যেখানে পাঠ্যবইয়ের বাইরে বৃত্তিময় অক্ষরে ফুটে উঠতে থাকে তাঁর কবিসত্তা। তারপর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বইয়ের সঙ্গে লুকোচুরি, পথের সঙ্গে নির্জনে একা ঘুরে বেড়ানো, সেসবই তাঁর প্রিয় নেশা। লেখা তাঁর প্রকাশ, একাকীত্ব তাঁর ভ্রমণ, আর পথের প্রতিটা বাঁকে তিনি খুঁজে ফেরেন কবিতা।
1 Comment
[…] গুচ্ছ কবিতা- সুকান্ত মণ্ডল […]