Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

দেশিক হাজরা-র কবিতা

Sep 5, 2025

দেশিক হাজরা-র কবিতা

জন্ম ৭ জানুয়ারি ১৯৯৫, পূর্ব বর্ধমান শহরের অন্তর্গত শ্যামসুন্দর গ্রাম। কবিতা লেখার সঙ্গে সঙ্গে দেশিক ভালোবাসেন ব‌ই পড়তে, ছবি তুলতে, গান শুনতে।

পাঁচটি দু-লাইনের কবিতা

১)

লি

জাগ্রত মহাবোধি পূর্ণিমায় অনিকেত প্রান্তরে নন্দিনী

পালকের নিচে শুয়ে আছে জ্যোৎস্না বিরহ পরিদর্শনে।

(২)

স্ব

এখনো ভেঙে যাওনি কেন অব্যক্তের কাছে ভেঙে টুকরো

টুকরো হয়ে যাও, ব্যথিত ব্যতিক্রম এর কাছে ভেঙে যাও।

(৩)

কৃ

উড়ে চলো নিহিত রাতের যাপনে ধুসর আকাশের নিচে,

চূর্ণ-বিচূর্ণ হতে ধূসর ধুলির ভিতরে মিলে-মিশে যাও

আঁখিশূন্য বাকশূন্য অগ্নিশূন্য ভূমিহীন কৃপা মান্য ক্ষমতায়ন।

(৪)

জ্ঞ

বাতাস থেকে সুরক্ষিত দিকে ওই পথ ছারিয়ে ধুলো পথ ঘেঁটে দেখেছে কে, প্রবীণের মিথ কলরব টুকু ছড়িয়েছে অবসর আসরে।

(৫)

ধ্রু

মাটি থেকে আকাশের দিকে তাকিয়ে, বাবুই করছে আসা যাওয়া যেখানে। ঠিক যেন রন্ধনকালীন সময়ে তোমার চঞ্চলতা; স্বাদের প্রতি। 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *