Email: info@kokshopoth.com
August 18, 2025
Kokshopoth

সজল কুমার টিকাদার-এর কবিতাগুচ্ছ (Poems by Sajal Kumar Tikadar)

Apr 4, 2025

সজল কুমার টিকাদার-এর কবিতাগুচ্ছ (Poems by Sajal Kumar Tikadar)

বিংশ শতাব্দীর আটের দশকে জন্ম। বামনগছি, উত্তর চব্বিশ পরগনায় বেড়ে ওঠা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ। শিক্ষকতার সঙ্গে যুক্ত। ‘দেশ’ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত।

# ১

কবিতা

একটা কবিতার উপর আর একটা কবিতা

হুমড়ি খেয়ে পড়ে।

তার উপর আবার আর একটা…

 

এত কবিতা কোথায় চলেছে?

 

বিশেষত, এ’ পাড়ায় যখন

সরু এবং চাপা রাস্তা!

 

# ২

প্রেমিক

রাম রাম… আওড়ে বড়জোর

রত্নাকর থেকে বাল্মীকি পর্যন্ত যাওয়া যায়।

কৃষ্ণ কৃষ্ণ… বলে নিমাই থেকে চৈতন্য।

 

এবার একবার তবে 

ভালবাসি, ভালবাসি…

জপে দেখ

 

তুমি পৌঁছে যাবে, প্রেমিক!

 

# ৩

সময় রেলগাড়ি…

ঘাড়গুঁজে বসন্তের কবিতা লিখছি…

 

‘দু-এক দিনের মধ্যে লেখা দিতে হবে’-

সম্পাদকের তাড়া কাঁধে চেপে আছে।

 

এদিকে, দুঃখ অপেক্ষা করতে থাকে

দরজার বাইরে। সময় রেলগাড়ি…

 

আমি কী-করে দেখা করব, বলো?

# ৪

পারাপার

কোনো কোনো মুখের সঙ্গে, অবিকল বন্ধুর মুখ

মিলে যায়। মিলে যায়, তাকানো, হাসি, 

                                    পাহাড়ি পিচরাস্তা ভুরু…

 

তবু, কোথাও একটুখানি ভুল থাকে। আর 

তার ভিতর ভাঙা একটা সাঁকো; যেখানে

 

পারাপার এসে মুখ থুবড়ে পড়ে।

 

# ৫

পরিবার-চূড়া

আমাদের পরিবার-পাহাড়ের চূড়া ছিলেন বাবা।

পোশাক বলতে, বরফের মতো সাদা ধুতি-পাঞ্জাবি; 

আর স্বভাবেও একেবারে হিম-ঠান্ডা!

 

আমরা দূর থেকে অবাক হয়ে দেখতাম,

মা-আলো তাঁর উপর পড়লেই, কেমন

 

সোনা-রঙে ঝলমল করে উঠতেন!