Email: info@kokshopoth.com
August 29, 2025
Kokshopoth

বহতা অংশুমালী মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

Aug 29, 2025

বহতা অংশুমালী মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

বহতা অংশুমালী মুখোপাধ্যায় পেশায় প্রযুক্তিবিদ, নেশায় সিন্ধুলিপির গবেষক, আর দোষের দিক দিয়ে কবিতা।  এখনো অব্দি তাঁর চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে (‘ঠুং শব্দ হলেই কবিতা’, ঐহিক প্রকাশনী ২০২০; ‘হৃদিশব্দ রুই মনে পড়ে’, সৃষ্টিসুখ প্রকাশন ২০২২; ‘রক্ত অব্দি গড়াতে পারে না’, শব্দ কলকাতা পাবলিশিং হাউজ ২০২৪; ‘মেঘের কোন পাপবোধ নেই’, সৃষ্টিসুখ প্রকাশন ২০২৪)। তাঁর বহু কবিতা ও কিছু প্রবন্ধ গত দশ বছরে নানান লিটল ম্যাগাজিন, সাহিত্যিক ওয়েবসাইট, সংবাদপত্র, এবং সম্পাদিত কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে, এবং ইংরাজি ও হিন্দী ভাষায় অনূদিত ও পঠিতও হয়েছে।  সিন্ধুলিপি এবং সিন্ধুসভ্যতার ভাষা নিয়ে লেখা বহতার মৌলিক গবেষণাপত্রগুলি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেচার পাবলিশিং গ্রুপের জার্নালে, এবং নানান জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের প্রোসিডিংসে প্রকাশিত হয়েছে, এবং দেশী ও বিদেশী খ্যাতনামা ভাষাবিদ,  লিপিবিদ, ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে আলোচিত ও সমাদৃতও হয়েছে। সন্তানপালন, সফটওয়্যার ডেভলপমেন্টের চাকরি, আর সিন্ধুলিপির পাঠোদ্ধারের চেষ্টার ফাঁকে ফাঁকে, বহতার  মনে যখনই কোন একটি তীব্র অনুভূতি একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বেজে ওঠে, সোশ্যাল মিডিয়ার পাতায় তখনি একটি বহতাসুলভ কবিতা বা অকবিতার জন্ম হয় বলে জনশ্রুতি।

 

# ১

তুমি যে স্বপ্নের চোখে আমাকে দেখবে

আমি বিশ্বাস করি নি

পথে ঘাটে ছিনতাই, রাজাহানি, ডিপ ফেক

মড়কের দিনে

পৃথিবীর কোন কোণে তুমিও যে ভঙ্গুর

তুমিও যে বোকা

তুমিও যে নিরর্থক ভালোবাসা পিঠে

নিয়ে হাঁপিয়ে মরেছো

শহরের রাস্তায় পিচের সামনে এসে

থমকে রয়েছে

যে বটগাছের ঝুরি, তুমিও যে

কোনদিন তার ছায়ে ব’সে

সময়ের কথা ভুলে, জীবনের কথা

ভুলে আমাকে ভেবেছ

আমিও যে শুধুমুধু টাকাছাপা টাকা

খাওয়া পোকা নই কোনো

আমিও যে শেষমেশ তারাদের ছাই

আর জল দিয়ে গড়া

তুমি যে স্বপ্নের চোখে আমাকে

দেখবে আমি বিশ্বাস করি নি

 

 

# ২

 রূপকথায় যে সুরভঙ্গ

তা আমাকে বাঁচিয়ে দেয়

অলীক রাজপুত্র

তোমার মুখের মধ্যে থেকে আর এক মুখ উঁকি মারে

আর মোহময় বাগানের কারাগার থেকে আমি ত্রস্ত জেগে উঠি

ফুলের মধ্যেকার কীট

স্বেদহীন রোবটের রতিশেষে অক্লান্ত শরীর

এ সবই আমাকে বাঁচিয়ে দেয়

তুমি চলে গেলে

তাও সহজেই সহ্য হয়ে যায় 

স্বপ্নের ভিতর হওয়া চূড়াসুখ যেরকম

কাঁদাতে পারে না দিনমানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *