Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

কক্ষপথ সম্পাদকের কলম থেকে দু’চার কথা

Aug 7, 2025

কক্ষপথ সম্পাদকের কলম থেকে দু’চার কথা

মণিপদ্ম দত্ত​

এই সংখ্যার অধিকাংকশ কাজই করেছেন তরুণ কবি রাধাবল্লভ চক্রবর্তী। রাধাবল্লভ যে এই মুহূর্তের একজন খুব ভাল কবি এ সম্পর্কে আমাদের কারোই কোন সন্দেহের সুযোগ নেই।  যাঁরাই ওঁর কবিতা পড়েছেন, তাঁরাই জেনে গেছেন ওঁর কাব্যশক্তি। কিন্তু রাধাবল্লভ যে এতো ভাল সম্পাদনাও করতে পারে, এই জানাটা আনন্দের ও বিস্ময়ের। কৃতজ্ঞতা জানিয়ে ওঁকে বিব্রত করবো না। বিশেষতঃ চলতি হাওয়ার পন্থী ও নয়। স্বভাব লাজুক আত্মপ্রচারবিমুখ একটি উজ্জ্বল মানুষ ও। কক্ষপথ সম্পাদনার সূত্রে সবচেয়ে লাভবান আমি। এই যে নতুন প্রাণের খেলার সঙ্গে থাকার সুযোগ, এর চেয়ে বড়ো প্রাপ্তি আর কীই বা হতে পারে! এঁদের সংস্পর্শে আমি প্রতি নিয়ত ঋদ্ধ হচ্ছি কক্ষপথের সাথে সাথে। এক যাত্রায় পৃথক ফল তো হয় না!

সমস্ত লেখকবন্ধুকে আন্তরিক ধন্যবাদ। কক্ষপথের যা টুকু ঐশ্বর্য তা তো ওঁরাই। শুধু তরুণ কেন স্বখ্যাতরাও কক্ষপথ কে বঞ্চিত করেন নি।

এতো ভাল লেখা পেয়েছি, একটি সংখ্যায় ধরা সম্ভব নয় বলে রাধাবল্লভের সম্মতিক্রমেই একাধিক সংখ্যার কথা ভেবেছি। এবারের টি বর্ষা সংখ্যা #১। পাঠককে বঞ্চিত না করাটাই একমাত্র উদ্দেশ্য।

বর্ষা সংখ্যার যাবতীয় কৃতিত্বটুকু অতিথি সম্পাদকের। বাকি দায়ভার এই অধমের। 

3 Comments

  • প্রজ্ঞার সঙ্গে তারুণ্যের অসাধারণ সমন্বয়। কক্ষপথের যাত্রাপথ মসৃণ হোক।

  • […] কক্ষপথ সম্পাদকের কলম থেকে দু’চার কথা […]

  • […] মণিপদ্ম দত্ত […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *