Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

নিমাই জানা-র দুটি কবিতা (Two poems by Nimai Jana)

Jun 6, 2025

নিমাই জানা-র দুটি কবিতা (Two poems by Nimai Jana)

জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার রুইনান গ্ৰামে।  প্রকাশিত কাব্যগ্রন্থের নাম গুলো হল ছায়ার মূলরোম , নির্জন পুরুষ অসুখ , ঈশ্বর ফারেনহাইট জ্বরের ঘোড়া , ইছামতি ঈশ্বরী লাল আগুনের ডিম্বকোষ , ব্যাবিলনের চাঁদ , সাইকো ব্লেড কফের কিসমিস , আত্মহত্যা ইকুয়েশন নির্বীজ ঋষিদের রক্তস্রাব , জাহান্নামের বাদাম গাছ  ইত্যাদিবিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে চলেছে কবিতা, মুক্তগদ্য , প্রবন্ধ ।  

# ১

প্রেতকালীন আগুন ও জন্মদ্বারের ১ম নিস্তব্ধতা 

মৃত কাদম্বিনী গাছের কাছে বসে থাকি স্বভোজী মাংস খাব বলে অথচ চমৎকার বিভূতি মাছেরা নক্ষত্র ছিঁড়ে ছিঁড়ে খায় অলৌকিক স্বর্গীয় অপ্সরাদের পালকের মতো , আমি নিভু নিভু আগুনের ধর্ষকামের মতো স্বেচ্ছাচারী শৃঙ্গার লুকিয়ে রাখি প্রাচীন ধৈবতের কোটরে ,ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি বলে আমাকে জড়িয়ে ধরো প্রাচীন যক্ষার সন্তান আমি তীব্র দীর্ঘশ্বাসের অঙ্গুলি লেহনে আমার জন্মের প্রপাতিক মাকে ডেকে জলে ভিজিয়ে রাখি, সর্বগ্রাসী জঙ্ঘা বিস্ফোরণের শব্দে পৃথিবীর মৃত্যু হলে আমার আত্মা দুগ্ধবতী সন্তান প্রসব করছে, হে ধ্বংস আমাকে স্বৈরাচারী বস্ত্র পরিয়ে দাও লেডিয়াম বিষ খাব উন্মাদ ঋতুতে , ঔরস পাঠাচ্ছেন ৮ম বেদব্যাস 

 

# ২

হে ঔরস অশ্বারোহীর আগুন জ্বালো তরল রাতের কোটরে  

শিশু হাসপাতালের মতো অতিশীততাপ নিয়ন্ত্রিত কেবিন ছটফটে রোগগ্রস্ত চামড়ার অনেক নিচে ১ এম এল ডিস্পোভ্যান তরল খাদকের মতো জিভ বের করে হাঁফাচ্ছে এক একটি বাথরুমের দুর্গন্ধ বিহীন ডাস্টবিনের বিনাইন কোটরে , স্বৈরাচারী সাপ উঠে যায় না বলে বিধ্বংসী ফুলের কাছে আমার নিজের চামড়ার মাংস লুকিয়ে লুকিয়ে আগুনকে বৈধব্য পাহারা দিতে বলি আঠারো কোটি জন্মদ্বারের কাছে , ক্ষুদ্রাতিক্ষুদ্র ছিদ্রের কাছে আমি নিজের হর্ষধ্বনি শুনি বলেই সব পিতার উড়ুক্কু ঘোড়ারা নিশ্চুপ থাকে বারবার , 

রাত্রিকালীন সব অশ্বারোহীরা ঘুমকেতু দ্রবণে ভাঙ্গা লোহার মতো ইস্পাত ছেড়ে দিচ্ছে রক্তাল্পতার নিরামিষ চর্বি ওয়ালা হাড়গোড়ের ক্ষত্রিয় ও পরা পার্থিবের শুক্রস্খলন নিয়ন্ত্রিত করবে বলে , চকলেট ফ্লেভারের আত্মার ভেষজ দ্রব্যাদির ওপর অষ্টাদশ ক্রুতু নির্ভার হচ্ছেন