Email: info@kokshopoth.com
August 19, 2025
Kokshopoth

কৌশিক সেন-এর কবিতা সিরিজ ( A poem series by Kaushik Sen)

May 9, 2025

কৌশিক সেন-এর কবিতা সিরিজ ( A poem series by Kaushik Sen)

প্রায় একুশ বছর দিল্লিপ্রবাসী, জন্ম ও বেড়ে ওঠা বহরমপুর শহরে। কর্মসূত্রে কেন্দ্রীয় সরকারী আধিকারিক হলেও ধর্মসূত্রে ও মর্মসূত্রে পরিচয় কবি, একান্তভাবেই।

 

উত্তর চল্লিশের কবি তাই কবিতাকেই জীবনদর্শন হিসেবে বিশ্বাস করেন।

যুদ্ধবন্দীর ডায়েরি থেকে

 -৪

 

দুদিন ধরে খেতে দেয়নি বলে

দেয়ালের পলেস্তারা খুলে খাচ্ছিলাম,

এক রক্ষী ছুঁড়ে দিয়েছিল একটুকরো মাছ।

 

ঝাঁপিয়ে পড়লাম মাছটার ওপর

কামড় দিলাম,

বুঝলাম, মুখের ভিতর ওটা মাছ নয়

গাজা স্ট্রিপ!

 

– ৩

 

একবার ইন্টারগেশান চেম্বারে

রড ঢুকিয়ে দিয়েছিল পায়ুছিদ্রে,

বল্ হারামজাদা, শান্তি চাস্ কিনা!

 

চাই বৈকি স্যার! শুধু রডের বদলে

উদ্ধত, মোলায়েম কিছু একটা গুঁজে দিন

ওই শীতলতায়! 

 

– ২

 

আরেকবার ছটফট করছিলাম খিদেতে

ছুঁড়ে দিয়েছিল একথালা কাঁকড়চালের ভাত

কিলবিল করে উঠেছিল পোকারা! 

 

পোকাদের মুখেই শুনেছিলাম,

পাশের সেলে মলয় রায়চৌধুরী

এখনও জীবিত আছেন।

 

– ১

 

একবার আলো জ্বলে উঠেছিল, এক চিলতে

চোখ ধাঁধিয়ে গেছিল

ভেবেছিলাম, অন্য কোনো অন্ধকার

 

রক্ষীর কাছে শুনেছিলাম

ওটা আলো নয়, দাবানল

এখনও ধিকিধিকি জ্বলছে…

 

 

আরও একবার,

এক সপ্তাহ খেতে দেয়নি ওরা,

কামড়ে খেয়ে ফেলেছিলাম

লোহার শেকল।

 

তারপর থেকে আর

যুদ্ধ হয়নি প্যালেস্তাইনে,

বাকিটা পাকস্থলীর জন্যই

তোলা ছিল।।