Kokshopoth শ্যামল রক্ষিত-এর কবিতাগুচ্ছ (Poems by Shyamal Ralkshit) kokshopoth Apr 4, 2025 শ্যামল রক্ষিত-এর কবিতাগুচ্ছ (Poems by Shyamal Ralkshit) জন্ম : ১৯৫৭ । বাসঃ বিরিঞ্চিবেড়িয়া,হলদিয়া ।প্রকাশিত কাব্যগ্রন্থ : এই দেশ এই জেলখানা (১৯৮৬)আমরা প্রসঙ্গ বদলাতে চাই (১৯৯৪ )লেনিনকে আমরাই হত্যা করছি (১৯৯৭)আর এক মুহূর্তের জন্য (১৯৯৯)মহাপৃথিবীর গল্প (২০০০)শিশু শহরের গান (২০০১)মুদ্রানীতির ধারাপাঠ (২০০৩)স্বৈরাচারী অক্ষরগুলো (২০০৬)সাবধান, শাইলকরা সুদ কষছে (২০১২)চিৎকার দর্শন (২০২২) # ১প্ররোচনা আড়ালে কাকে ডাকছেন নিজেকে মহাসূত্রে বেঁধেছি সেতার আপনি কোথায় প্রশ্ন করে সকল সম্ভাষণ প্ররোচনায় পা ডুবিয়েছে কেউ বিন্দুতে বিপর্যয়, সহবাস দেয়াল তুলে প্রশাসন এদিক-ওদিক কারাগার বানায় । # ২হনন একটি টিয়া এসে বসেছে তোমার বাড়ির ছাদে আহা, ওকে তাড়াও তা না হলে, ও তোমার সব সৌন্দর্যকে চুরি করে যুদ্ধ ঘোষণা করবে । # ৩আন্তর্জাতিকআমার আমদানি নেই রপ্তানি নেই আমি শ্রদ্ধেয় ভারতবর্ষের বাণিজ্যিক নাগরিক আমার ফুলদানিতে কবিতা লুকিয়ে থাকে । # ৪অধিবিদ্যা আত্মহত্যার দুটি রাস্তা একটি গঙ্গার পাড়ে আর একটি বাড়ির উঠোনে আমি সমস্ত সভ্যকে সেখানে এসে অপেক্ষা করতে বলেছি অস্তিত্বগো, প্রলয়কালে একবার আমাদের বাড়ি বেড়াতে এসো । # ৫প্রাথর্না আপনি গণ্ড মূর্খ নিজেকে হত্যা করতে জানেন না । # ৬শূন্যতা বিষয়ক এত অক্ষর ছড়িয়েছ কেন, বিষাদের বর্ণমালা তোমার হাত ধরে পতন সূচিত হচ্ছে এখানে-ওখানে পাতাখসা ঐশ্বর্যের গল্প বারবার মনে পড়ছে ফিরে-যাওয়া রাস্তার মোড়ে কী অন্ধকার একলা শতাব্দী পেরিয়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরছি । # ৭আত্মকথন মজার কথা কী বলুনতো আপনি কবিতা লিখতে জানেন না যে-আয়নায় মুখ দেখছেন, জানবেন সে-আয়না আপনার নয় ।