Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

দেশিক হাজরার কবিতা সিরিজ অনামিকা হল্ট

Feb 7, 2025

দেশিক হাজরার কবিতা সিরিজ অনামিকা হল্ট

জন্ম ৭ জানুয়ারি ১৯৯৫, পূর্ব বর্ধমান শহরের অন্তর্গত শ্যামসুন্দর গ্রাম। কবিতা লেখার সঙ্গে সঙ্গে দেশিক ভালোবাসেন ব‌ই পড়তে, ছবি তুলতে, গান শুনতে।

অনামিকা হল্ট—১

গেঁথে আছে, 

চোখের ভিতর

তুলে ফেলে অন্ধ। কপাল মন্দ

 

ঘাসেদের গায়ে লেগে থাকা; বারি মণি

 

অতএব,

সমস্ত নীরব প্রাকৃতিক

কোলাহল ডেকে আনে…

অনামিকা হল্ট— ২

আসবে কি আজ? দাঁড়াবো সম্মুখে

জলীয় বাষ্প মৃদু অন্তরীক্ষে দুর্বল।

 

এতো গুলো মাথা হাঁটাচলা চেনা নয়

তবুও চিনে নিতে ফিরে ফিরে দেখি 

চোখের তারায় জ্বলে ওঠে ক্ষণপ্রভা 

 

এই শীতের সাথে— তোমার, দূর থেকে

হেঁটে আসা

অনামিকা হল্ট — ৩

অতি দূরে থাকো বলা বাহুল্য

ঝর্ণাবর্ণিত কেশ তোমার। নরম শীতের

রাতে একটু ক্লান্ত মৃদু স্বরে ডাক

টেলিফোনে,

 

জেগে আছো —

 

পিঙ্গলবর্ণ নেত্র দুইখানি ঘুমে আচ্ছন্ন 

ভেসে আসো শব্দ হয়ে, একি তুমি সেই— কাল

যাকে বরণ করে নিয়ে আসবো স্ব-গৃহে।

অনামিকা হল্ট—৪

নিঃশ্বাসের ঘনত্বের সাথে সাথে অপরাধী জন্ম

দূরদৃষ্টতায়, দেখলে বোঝা যায়— যৌন ক্লান্তি 

মিটিয়ে নেওয়ার পবিত্র স্থান।

 

তুমি ভুলে যেতে

বলছো, 

সমস্ত দুঃখ

তোমারই স্তনে মাথা রেখে—

 

ওই মাতৃভূম-র মতো বুকে

আমার শিশুজন্ম খেলে বেড়ায়

অনামিকা হল্ট —৫

ক্ষীণ হয়ে আছো কেনো?

যদি তা, তোমায় সুখময় না করে

 

চশমার কাঁচে চোখ দু’ই আলতো আলোড়নে

তোমাকে দেখলাম— যে প্রথম দিন 

 

যুগে যুগে অনুক্ত আঁকা কাজলে ডুবে

সুবর্ণরেখা ভরা মুখর, কোন এক

প্রেম দিবসের তারিখে, হরিদ্রা শীত লেগে আছে।

তোমাকে দেখলাম

যেদিন ফুলে ফুলে বসন্ত লেগেছে…

অনামিকা হল্ট —৬

আজ খুব ভোরে যখন এলে স্বপ্ন ঘিরে

এই এক দুই ফোঁটা শিশিরের অন্তরালে 

অজানা কিছু যুবক সার্কাসের তাঁবু ফেলে

হেসে উঠলো উল্লাসে

আকাশ পথে নেমে আসা আলোয়

দু-পলক কাছে এসে বসে হাতে হাতে 

রেখে যাওয়া সময়।

তোমাকে চুম্বনরত অবস্থায় দেখেছি—

শাপলা ফুলে রাঙা নীলাভ শীত।