দুপার বাংলার কবিতা পাঠকের কাছে রণজিৎ দাশ নামটির পরিচয় দেবার আবশ্যকতা নেই। স্বকৃত অনুবাদে A Summer Nightmare and Other Poems এবং Aliens in the Metro-র সুবাদে অবাঙালি মনোজ্ঞ পাঠককুলের কাছেও সমান সমাদৃত। যুগ্ম ভাবে সম্পাদনা করেছেন বাংলাদেশের কবিতার একটি বৃহৎ সংকলন, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা । সম্মানিত হয়েছেনঃ রবীন্দ্র পুরস্কার (২০১৩), বীরেন্দ্র পুরস্কার (১৯৯৪), পশ্চিমবঙ্গ বাঙলা আকাদেমি পুরস্কার(২০১০), রমানাথ ভট্টাচার্য ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার (২০১৯)। উল্লেখযোগ্য গ্রন্থঃ রণজিৎ দাশের শ্রেষ্ঠ কবিতা, ঈশ্বরের চোখ(কবিতা), অশ্রুর দেবতা(কবিতা), ডিজিটালের শয়তান ও কবিতা( প্রবন্ধ), ইত্যাদি।
জন্ম ১৯৪৯ সনে। বেড়ে ওঠা ও শিক্ষা শিলচর শহরে। কাব্যচর্চার শুরুও। ১৯৭১ থেকে কলকাতাবাসী। কর্মজীবন পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনে। ২০০৬ এ স্বেচ্ছাবসর।