নয়ের দশকের কবি ও গদ্যকার। পেশা শিক্ষকতা। প্রথম কাব্যগ্রন্থ ‘কোথায় পা রাখি’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ‘বৃত্তের ভেতরে জল’, ‘জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা’, ‘উন্মাদ বিকেলের জংশন’, ‘সভ্যতা কাঁপে এক বিস্ময়ের জ্বরে’, ‘স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি’, ‘সর্বনাশের ডায়েরি’ ইত্যাদি। গদ্যের বই ‘কবির ভাঁড়ারের চাবি’ ‘মুক্তির দশক নব্বইয়ের কবি ও কবিতা’, ‘কবিতার বাঁক ও অভিঘাত : এক অন্বেষার পরিক্রমা’, ‘আত্মসংগ্রহ’,’আত্মক্ষরণ’, ‘আত্মস্বর,’ ‘এই কবিতাজীবন’ ইত্যাদি। পুরস্কার পেয়েছেন : কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান, নতুনগতি সাহিত্য পুরস্কার ইত্যাদি।