Email: info@kokshopoth.com
August 17, 2025
Kokshopoth

হিন্দোল ভট্টাচার্য

Aug 14, 2025

হিন্দোল ভট্টাচার্য

মাঝি

 

তোমার দুঃখের আমি সহযাত্রী নই

শুধু জল ছুঁয়ে আসি,

             ডুব দিতে পারিনি এখনো।

ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ দেখে বিদায় জানাই…

ঘাটেই অপেক্ষা করি

সে কখন ফিরে আসবে, যদি লঞ্চ ছাড়ে

তোমার দুঃখের আমি সহযাত্রী নই —

দেখি ক্ষয়, লোভ, মৃত্যু

বুঝি, বান আসবে বলে

            নদীপথ বন্ধ হয়ে গেছে।

কীভাবে তোমার কাছে যাব

কীভাবে আমার কাছে ফিরে আসবে তুমি!

তোমার দুঃখের আমি সহযাত্রী নই,

যে নদী একবার ভেসে যায়, তাকে

কোনোদিন ফেরানো যায় না…

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *