Email: info@kokshopoth.com
August 17, 2025
Kokshopoth

সুদীপ চট্টোপাধ্যায়

Aug 15, 2025

সুদীপ চট্টোপাধ্যায়

জ্যোতি

নিজেরই স্বভাবদোষে জটিল হলাম। হলাম মন্থরপ্রিয়

এখন এই বোঝা বইতে বইতে কতদূর যাব?

জানি, আমার চিন্তার শেষে দাঁড়িয়ে আছেন সূর্যরথ

মৃতদের কানের পাশে অস্ফুটে বহুবার বলার চেষ্টা করেছি

মানুষ ভালো নেই, তথাপি তাদের ক্লিন্ন হাসির ভেতর

আমার বিশ্বাস নড়ে ওঠে, দেখি ওই ম্লান লম্ফের পাশে

বসে আছেন তিনি, তাঁর ন্যুব্জ ছায়া তিরতির কেঁপে চলেছে

 

গর্ভ

মন খণ্ড হয়ে আমারই পায়ের কাছে পড়ে আছে

হে পালকপিতা, আমার জন্মকালে

তোমার স্নেহের মতো সাদা ওই মেঘ

আজ এমন স্বচ্ছতার কাছে আমার কীই-বা চাওয়ার

আছে? জন্মাবধি যে করুণ একাকীত্ব দিয়েছ

শুধু সে-টুকু নিয়েই বেরিয়ে পড়েছি আজ

দ্বিখণ্ডিত হে মন, তুমি পরজন্মে আমার সন্তান হয়ে এসো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *