Kokshopoth সুদীপ চট্টোপাধ্যায় kokshopoth Aug 15, 2025 সুদীপ চট্টোপাধ্যায় জ্যোতিনিজেরই স্বভাবদোষে জটিল হলাম। হলাম মন্থরপ্রিয়এখন এই বোঝা বইতে বইতে কতদূর যাব?জানি, আমার চিন্তার শেষে দাঁড়িয়ে আছেন সূর্যরথমৃতদের কানের পাশে অস্ফুটে বহুবার বলার চেষ্টা করেছিমানুষ ভালো নেই, তথাপি তাদের ক্লিন্ন হাসির ভেতরআমার বিশ্বাস নড়ে ওঠে, দেখি ওই ম্লান লম্ফের পাশেবসে আছেন তিনি, তাঁর ন্যুব্জ ছায়া তিরতির কেঁপে চলেছে গর্ভ মন খণ্ড হয়ে আমারই পায়ের কাছে পড়ে আছেহে পালকপিতা, আমার জন্মকালেতোমার স্নেহের মতো সাদা ওই মেঘআজ এমন স্বচ্ছতার কাছে আমার কীই-বা চাওয়ারআছে? জন্মাবধি যে করুণ একাকীত্ব দিয়েছশুধু সে-টুকু নিয়েই বেরিয়ে পড়েছি আজদ্বিখণ্ডিত হে মন, তুমি পরজন্মে আমার সন্তান হয়ে এসো