Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

সুতপা চক্রবর্তী

Aug 7, 2025

সুতপা চক্রবর্তী

জলসই

১.

তোমার গোড়ায় জল দিলাম

তুমি আমার গোড়ায় জল দিও।

এই বলে প্রতিটি বৃক্ষে জল ঢালে কন্যা

তার চুল এই জলে এলিয়ে পড়ে

বৃক্ষ মনে মনে আরও জল

কামনা করে বসে কন্যার নিকট

কন্যার সানুদেশ জুড়ে শুরু হয়

বরিষণ

চিবুকের নীচে, অধরের কাছে

একটি দুটি ফুটে ওঠে প্রজাপতি,

কন্যা বিড়বিড় করে … …

 

 

তোমার গোড়ায় আমি জল দিলাম,

আমার গোড়ায় জল দিও তুমি…

 

 

২.

 

ঠিক কটা জন্ম পার করে এলে

নারীজন্ম হয়?

 

নারীরা মাথার চুল দিয়ে আগলে

রাখে সংসারের অগ্নি

কন্যা বসে পড়ে পিতামহীর শাড়ির

আঁচলে

কন্যা বসে পড়ে পুষ্পপথের

নকশা তোলা কাঁথায়

কন্যার সানুদেশে লাল লাল ফুল

ফুটে ওঠে

কন্যার মীন জলে রক্তজবা হাঁ

করে চেয়ে থাকে

 

ঠিক কত জন্ম,  কত জন্ম

অভিসম্পাত হলে নারী জন্ম হয়, কন্যা?

3 Comments

  • অনবদ্য।
    সাংসারের সার করেছো যে নিজের অস্ত্র।
    তা দিয়ে গড়ো ,ষতা দিয়ে ভাঙো আবার গিলে খাও , তোমার শক্তির স্তুতি করে।
    তোমাকেই যে মন জড়ায়।
    তুমি‌ই দেবী এবার জাগাও

  • অনবদ্য।
    সাংসারের সার করেছ পার,
    গড়েছোযে নিজের অস্ত্র।
    তা দিয়ে গড়ো তা দিয়ে ভাঙো
    আবার গিলে খাও
    তোমার শক্তির স্তুতি করিয়ে
    তোমাকেই মনে জড়ায়।
    তুমি‌ই দেবী এবার জাগাও
    তুমি‌ই এবার জাগাও শক্তি ধার দাও

  • […] সুতপা চক্রবর্তী […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *