Email: info@kokshopoth.com
August 18, 2025
Kokshopoth

শিশির আজম- এর কবিতাগুচ্ছ ( A bouquet of poems by Shishir Azam)

May 15, 2025

শিশির আজম- এর কবিতাগুচ্ছ ( A bouquet of poems by Shishir Azam)

জন্ম ১৯৭৮, বাস- ঝিনাইদহ, বাংলাদেশ। কবিতায় বসবাস। নিজের পরিচয়ে বলেন, ‘ tea poetry movement-এর উস্কানি দাতা।‘

এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ তেরো। প্রবন্ধ গ্রন্থ একটি, কবির কুয়াশা।

# ১

বারাক ওবামা : হোয়াট এ ফাকিং জোক

 

স্বপ্ন দেখি নিজের অজান্তে ভেঙে ফেলেছি

নিজের চশমা

স্বপ্ন দেখি কোন জল্লাদ আর অবশিষ্ট নেই

আমার ফাঁসি কার্যকর করতে

 

বাগদাদ অসভ্য এক শহর

আফগান শিশুরা একটানা সাত দিন না খেয়ে থাকতে পারে

আমেরিকার সৌন্দর্য

মনুষ্যবিহীন ড্রোন বিমান

কেউ কি ঠিকঠাক বলতে পারে

ঠিক কতগুলো তারা রয়েছে মার্কিন পতাকায়

 

বাজার করা জীর্ণ থলেটার জিভঘষটানিতে

বাঙালী চাষী ভীতসন্ত্রস্ত: তার কিছু দাবিদাওয়া আছে

সে জানতো না এশিয়া কেমন

আর আমেরিকা দেশটা আসলে কাদের

 

কি বলছো

কোন দুঃখে আমেরিকা ব্ল্যাক হতে যাবে

 

আমেরিকা স্ট্যাচু অব লিবার্টি

আমেরিকা হলিউড

আমেরিকা পেন্টাগন

আমেরিকা উদ্বৃত্ত অন্তর্বাস

 

ও হ্যাঁ আমেরিকা অবশ্যই বারাক ওবামা

 

# ২

আমি ঈশ্বর হয়ে উঠবার চাই না রে বউ

 

হুইস্কি আর ক্লাসিকাল মিউজিক আর সকাল সকাল বাজারসদাই

এর ভিত্রে

কতোবার যে প্রেমে পড়ছি, বউরে কইলাম,

কতো জনার লগে।

হাতের কাজ থামাইয়া

চোখ কটমট কইরা বউ তাকাইলো আমার্দিকে–

এইডা ভালো

এইডার ভিত্রেও ভালোবাসা আছে।

 

হ কতোজনারে যে ভালোবাসছি, যাজক সম্প্রদায়ের অনুকম্পা ছাড়াই,

বউরে কইলাম,

সবাইরে বলতে পারি নাই, মনে মনে ভালোবাসছি আর কি

ইনগ্রিদ বার্গম্যানরে ভালোবাসছি

লালন

লেনিন

লেনন

তিনজনরেই ভালোবাসছি

দুয়েকটা বইরেও ভালোবাসছি

কোন পেইন্টিংয়ে বা কোন সিনেমায়

মইজ্জা গেছি হয় তো,

অবশ্য এগুলারে টাইমলি ছুইড়াও ফেলছি হেজিটেশান না কইরা।

 

আমি তোমারে ভালোবাসি নাই, বউ কইলো, তোমার প্রতি আমার ফিলিংস

নাই, ছিল না।

হ তুমি আমার কবিতার প্রেমে পইড়া গেছিলা

কিন্তু বোঝো নাই

আমার কবিতা আমার মতোই ইবলিস

তোমার ফিলিংসটারে ও জাস্ট ফিলোসোফি দিয়া জাজ করে

ও কাউরে পোঁছে না

এমন কি নিজেরেও না

কারণ ওর নিজের ভিত্রেও ঈশ্বর হয়ে উঠবার খায়েস

আছে

আছে হয় তো,

আশঙ্কা তো করাই যায়!

 

# ৩

আর্টগ্যালারি

 

প্রদর্শনীকক্ষের দেয়ালগুলোকে এমন ঢেউখেলানো মনে হচ্ছে কেন

হতে পারে ওগুলো সমুদ্রের ঢেউ

অথবা গমক্ষেতের

দর্শক তো প্রথমেই হোঁচট খাবেন

তারপর নিজেকে কোনরকমে সামলে তাকিয়ে থাকবেন হা করে

বিক্ষুব্ধ দেয়ালের দিকে

সত্যি বলতে কি অমলিন ঐ দেয়ালে রং ছুঁড়ে মারা হয়েছে

জাস্ট ছুঁড়ে মারা হয়েছে

ওগুলো রং তো

আগুন মনে করে আবার ভয় পাবেন না প্লিজ সম্মানিত দর্শকগণ

 

 

# ৪

ইবলিসের প্রত্যাবর্তন

 

সে এলো

যাকে সহ্যই করতে পারিনে

 

ডিম ভেঙে

চালান করে দিলো কুয়াশার পেটে

 

থুথু ছুড়ে মারলো

দেয়ালের মহাপুরুষটার মুখে

 

ঘোষণা করলো

বাচ্চাদের হাগুতেও বায়োগ্যাস হয়

 

চুলোর কড়াইতে সেদ্দ ডিম

আর স্মৃতির সাংঘাতিক আওয়াজ

 

এদিকে ভেজা ইউনিফর্মের পুলিশ

মাঝরাস্তায় কাঁপছে থত্থর

 

তখন যন্ত্রণা শুরু হলো

ক্ষতটায়

 

কে জানে

ক্ষতটা কবেকার

যন্ত্রণা কবেকার