জন্ম ১৯৬৯। পেশা শিক্ষকতা। কবিতায়ই জীবন যাপন। বেশ কিছু গ্রন্থও প্রকাশিত। তাঁর নিজের ভাষায়ঃ
কবিতা মানে জন্ম, কবিতা মানে প্রেম, কবিতা মানে জীবন, কবিতা মানে মৃত্যু, এ’রকম বলা যেতেই পারে । সেকারণে জীবন, জীবিকা ও মানবিকতার একটি পূর্ণ অবয়ব হল কবিতা । কোন অবসর নয়, কোন সময় কাটানো নয়, তার জন্য চাই একাগ্রতা, ধ্যান । তখনই নীরব মননে বেজে ওঠে মন্ত্র, সুর। শিহরিত ইন্দ্রিয়ের অঙ্গ উপাঙ্গ । এর নামই মগ্নতা। এর মাঝেই হেঁটে চলেছেন আমার দাদু, ঠাকুমা – সেই বৃক্ষের ছায়ায় বিস্তারিত কবিতা।