Kokshopoth মোহনা মজুমদার kokshopoth Aug 7, 2025 মোহনা মজুমদার অভিকর্ষ প্রতিপাদ বিন্দুতে ভ্রম হয়ে দাঁড়ায় যে পথিক আমি তার সম্মুখে আরও অন্ধ হই , ভ্রমরব্যাকুল আত্মপ্রতিকৃতিদহনের কোনো দেশ হয়না যেমনপোড়ায় যতো , নিজেও পোড়ে অধিকতোমায় তবে আগুন বলেই ডাকিএকথা জানার পর চিবিয়ে খাও রক্তের স্বাদপুড়িয়ে দিতে দিতে রেখে যাও এক জলাভেদ্য ছায়াশরীর ঘর জুড়ে এখন শুধুই ক্লান্ত ধোঁয়ার ওম , ফাঁক দিয়েঐ ঢুকে যায় লাল কাঁকড়ার দল , যেন বিষুবরেখার কাছাকাছি ভেঙে চুরমার হয়ে যায় জোয়ারের মুখশ্বাসরুদ্ধ আলপথ , নীল পাহাড়ের চূড়ো কেবলই দূরে সরে যায় , বেতারযন্ত্রে নিশিপ্রহরীর অবিরাম জাগ-গান নিভে আসলে কুঞ্চিকা উড়ে যায় জলাশয়ের দিকে ভাসতে ভাসতে উড়ে আসিঅন্ত্যেষ্টিক্রিয়ার পর তোমার মন কোনদিকে ধাবিত হয় , দেখবো বলে বসে আছি কেন্দ্রবিন্দুতে..