হেমায়েত কবীর হিমেলের অনুবাদে
ভারভারা রাও-এর দুটি কবিতা
ভারভারা রাওএর পরিচয় অনাবশ্যক। যদি দিতে হয়, আমাদের অজ্ঞতাকে ধিক্কার। জীবনের অর্ধাংশ জেলেই কাটে। আজও। এক লাগামহীন অশীতিপর অশ্ব। এ সময়ের এক শ্রেষ্ঠতম সত্যদ্রষ্টা।
বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে সংখ্যা তত্বের স্নাকোত্তর ছাত্র। সক্রিয় রাজনৈতিক কর্মী। অভ্যেস- স্বপ্ন দেখা। সখ ছবি তোলা, বই পড়া, লেখালেখি।
সত্য
কবির এক ফোঁটা কলমের কালি কী পারে
সত্যকে প্রকাশ করতে যা কখনও বলতে পারেনি শ্রমিকের ঘাম