Email: info@kokshopoth.com
August 18, 2025
Kokshopoth

ভারভারা রাও-এর কবিতা

Dec 9, 2024

হেমায়েত কবীর হিমেলের অনুবাদে
ভারভারা রাও-এর দুটি কবিতা

ভারভারা রাওএর পরিচয় অনাবশ্যক। যদি দিতে হয়, আমাদের অজ্ঞতাকে ধিক্কার। জীবনের অর্ধাংশ জেলেই কাটে। আজও। এক লাগামহীন অশীতিপর অশ্ব। এ সময়ের এক শ্রেষ্ঠতম সত্যদ্রষ্টা।

বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে সংখ্যা তত্বের স্নাকোত্তর ছাত্র। সক্রিয় রাজনৈতিক কর্মী। অভ্যেস- স্বপ্ন দেখা। সখ ছবি তোলা, বই পড়া, লেখালেখি।

সত্য

কবির এক ফোঁটা কলমের কালি কী পারে

সত্যকে প্রকাশ করতে যা কখনও বলতে পারেনি শ্রমিকের ঘাম

সেই সত্য যা কখনও বলতে পারেনি তার ক্ষুধার্ত পেট

সেই সত্য যা কখনও বলতে পারেনি তার চোখের জল

সেই সত্য যা কখনও বলতে পারেনি তাঁর মেহনতি হাত?

বুদ্ধিজীবী

বৃক্ষ তাঁর পাতাগুলো আকাশে মেলে ধরে

মাটির ভিতরের শিকড়গুলোকে টিকিয়ে রাখে

সবুজ মুকুটওয়ালা ফুলগুলো

ফল হয়ে ঝরে প’ড়ে

মাঠে

বীজ হয়ে যায়

আবার।

 

যখন অপরাধ ক্ষমতাকে লুটে নেয়

মানুষ শিকার ক’রে

অপরাধী বানায়-

তখন চুপ মেরে থাকা যে কেউও

অপরাধী হয়ে যায়।