এই অসঞ্চিত আঁধার
আমাদের ফিরে যেতে হবে অনন্ত মেঘের কাছে
শেষ ইচ্ছের দু’একটা অসংলগ্ন দায় থেকে গেছে এইখানে
সব দায় কি নেভানো গেছে কোনওদিন?
এই অন্ধকার, এই অসঞ্চিত আধার, প্রাচীন গাছেদের ছেড়ে আসা
ছা-পাখির মুখরিত ডাক, অপরাধবোধ, অনুনয়, গ্লানি
কিছু তো থেকে যায়, কিছু তো থেকে যাওয়া বাকি
ঘুরে ফিরে সেই মেঘেদের ঘরে গিয়ে বসি, কথা হয়…
হাতে হাত রেখে বিনয়বার্তা
ও মেঘ! মুক্তি দিও গো আমায় জাগতিক নদীর কাছে
বার্তা
আমাদের মেঘেরা এখন
লোকেশন-অন করে অপেক্ষমান, বর্ষণ শুরু হবে আজ।
দূরের বাড়িঘর, ধানেরগোলা, চলমান টোটো গাড়ি, বস্তি-ঝুপড়ি
নদী-অনদী, টিলাগুলি ওয়েদার রিপোর্ট দেখে ভীতপ্রায়
এই বুঝি ঘনঘটা শুরু হবে, এই বুঝি মাছেদের ঘুম ভাঙবে
শীতের ফাঁপি এসে ভিজিয়ে দেবে শহরতলী। থমথমে বিকেল
এতগুলি বছর এভাবেই কেটে গেল। এই বুঝি বৃষ্টি এলো!
এই বুঝি মেঘেরা বয়ে আনে শোকের খবর