Email: info@kokshopoth.com
August 18, 2025
Kokshopoth

চিঠি / ৩৮

Mar 26, 2025

শামীম নওরোজ-এর দুটি কবিতা

কবি ও প্রাবন্ধিক। সাকিনঃ ঝিনাইদহ, বাংলাদেশ। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক।

প্রকাশিত কাব্যগ্রন্থ: শুচি জোছনার বাউল (২০০৮), পাখিদের বাংলাখাতা (২০১১), ভাতশালিকের গান (২০২১), শব্দের শৈশব (২০২৪), মফস্বলের কবিতা (২০২৪) । 

প্রবন্ধগ্রন্থ: কবিতার পাঠক (২০১৯)। 

গবেষণাগ্রন্থ: কবি শামসুর রাহমানের কবিতা : জীবনজিজ্ঞাসা ও শৈলীবিচার।  

চিঠি / ৩৮

দুপুরে উড়াল দিলো বক

 

এইমাত্র ফিরে এলাম বাড়িতে 

 

বকের সন্ধান নেই 

 

মৃত কাক পড়ে আছে বিছানার উপর 

 

ঘুমকষ্টে ফিরে যায়  পৃথক আঁধার 

 

সকাল দাঁড়িয়ে আছে একা

দুপুর অপেক্ষা করছে রোদ্দুরে

বিকালের কোনো ইতিহাস নেই 

রাত্রি ভবিষ্যতের ব্যাপার

 

কাক ও  বকের জন্য বেদনা বাড়ছে 

 

 

চিঠি / ৩৯

পৌষের শেষ 

মাঘের শুরু 

তুমি যাচ্ছো বসন্তের দিকে 

 

আমি তোমাকে একটি প্রেমের চিঠি লিখছি 

পৌরাণিক তালপাতায়

 

বসন্ত শেষ হলে 

ফুল ফুরিয়ে যায় 

উড়ে যায় গানের পাখি 

 

এই চিঠি তোমাকে কবিতা শোনাবে 

 

শব্দে-শব্দে প্রেম ও যৌনতা

 

পৌষ নেই 

মাঘও নেই 

তুমি আছো বুকের ভেতর 

 

চারিদিকে ফুল ও কোকিল