# ১
ইভোল্যুশন
দেখছে সবাই অনির্দিষ্ট কাল ধরে,
কেউ কিছুই দেখছে না অথচ…
শুনছে সবাই কপালে ভাঁজ ফেলে
কেউ কিছুই শুনতে পাচ্ছে না তবুও!
কথা, বলছে সবাই প্রবল কলরবে!
কেউ কিছু বলছে না তবুও!
তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে
খেউড়ের আসর বসতেই
পৃথিবীর বুকে হাহাকার!
আদিম জঙ্গলে হিংস্র ভাইব্রেশনে
রেট্রোগ্ৰেসিভ ইভোল্যুশন ফুটে উঠছে …
#২
সময়
হারিয়ে যেতে চাইলে হারানো বসন্ত
ফিরে আসে না।
চলে যাওয়ার পথ একমুখী বড়!
ঠাকুমার কোল হয়ে মেজ জেঠির আঁচল,
ছোট কাকুর অল্প পাগলামি আর পাড়ার
মিনু পিসির সে পাগলামিতে প্রশ্রয়ের হাসি,
সব সে পথেই চলে গেছে।
এখন শুধু বসন্ত পঞ্চমীর ভোরে
দিনু গোয়ালা তার লছমীকে খোঁজে
বামুনবাড়ির বড় দিঘির জলে।
সে জানেই না লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর প্রবল আড়ি!
#৩
রাত
আজ সারারাত নক্ষত্রেরা ওলটপালট খেলবে
জ্যোতিষীর দিব্যদৃষ্টি তাই বলছে ।
কি অদ্ভুত সমাপতন দেখো!
আজ সারারাত ঝড় উঠবে ঘরে,
আজ সারারাত ওলটপালট খেলা –
সহস্র উল্কাবৃষ্টি আমাদের মাঝে
উত্তাপে নিষিক্ত হবে সে দিব্য ক্ষণ।
আজ সারারাত প্রবল বৃষ্টিপাত
আজ সারারাত সব কিছু ভেসে যাক।
মৃত পৃথিবীর বুকে নোয়ার নৌকো
হয়ে আমরা দুজন কেবল জেগে।
আজ সারারাত নক্ষত্রেরা আমাদের মত হবে।
#৪
অপেক্ষা
তুই বললি আসবি
তাই বাসস্টপে দাঁড়াইনি আজ।
কেন? আরে পাগল ওখানে প্রচুর লোকজন।
চেনাশোনা বেরিয়ে যায় যদি?
কে দেবে এত কৈফিয়ত!
অফিস থেকে বেরিয়েছি ঢের আগে।
অজুহাত ছিল তৈরি!
তারপর একেবারে তোর প্রিয় জায়গায়।
লোকজনের চোখ বাঁচিয়ে একা বসে
থাকা কী যে জ্বালা,
তুই এখনও বুঝলি না পাগল।
আর কখন আসবি তুই?
কতবছর হয়ে গেল দেখ, আমি
সেই একই জায়গায় তোর অপেক্ষায়!