Email: info@kokshopoth.com
August 28, 2025
Kokshopoth

এমরান হাসান

Aug 22, 2025

এমরান হাসান

আষাঢ়


আকাশ— সুপ্রাচীণ মেঘের বাড়ি যেরকম।
জানে এই পুষ্পিত গল্পকথাগুলো প্রকৃত পুষ্পিত নয়,
যেমন ফুলেল নয় ফুল জন্মানোর ইতিবৃত্ত।
জন্ম তো সুদীর্ঘ দুঃসহ জরায়ু তীব্রতা।

অনিঃশেষ ইবাদতে নামে শব্দক্রমনিকা
শোনে না কেউ প্রমত্তা জলের ওঙ্কার।

রাতের কার্ণিশে নেমে আসে আশ্চর্য আয়োজনে কেউ কেউ
বৃষ্টির জলে ভেসে  তারা হয়ে ওঠে বিস্মৃত আবেহায়াত।
ঠুমরি তালে নেচে ওঠে ঘুঙুর,নগ্ন একতারা
বৃষ্টির ঘোলাটে দৃষ্টি চুপচাপ এঁকে রাখে এই স্কেচ।

ভোরের পায়তারা বাজে বর্ষা-মেঘের ডানায়
সূর্য আসে বৃষ্টিরঙা শাদা একাহারি বেশে
ঘুমের নগ্নতা নামে গোপন ঘোরের আশ্বাসে
কলিকালে এ দৃশ্য মেপে যায় মেঘ-দরোজার পায়তারা




গৌড় মল্লার


চিমনিতে ঘ্রাণ মেখেছে আঁধার।

এইপাশে নেমেছে জলসাঘরের চালায় রাগ মল্লারী
চুরাশি সিদ্ধার সাধনাকক্ষে ভাসে বুনোজ ধ্যানে জালন্ধরী কণ্ঠ—
পায়ে জড়ানো কদম-সুবাস,
পদ্ম-পাখুড়িতে বৃষ্টি নেমেছে ঢের।

মাটিতে জাগে অনন্ত প্রাণের হুল্লোড় সহসা!
জীর্ণ উঠোনের মৃতপ্রায় গুল্ম-বৃক্ষরাজি পেলো প্রাণ
মেঘের আমন্ত্রণে ভিজছে উদোম আঙিনা একা
বৃষ্টি যেন কামার্ত পৌরুষ! ভাসায় স্রোতে—
আছে যত সুর,তান,মল্লার…

পদচিহ্নে জল জমছে সহসাই।সাহসী পায়রাও ফিরেছে নীড়ে।
নাড়ির বন্দনারত পুরোহিত সাজায় ধ্যানমঞ্চ।
সৌন্দর্যের রেখা টেনে যায় দরদী বাউল
শাদা কৌপিনে ভাসে লালন সাঁইয়ের গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *