Kokshopoth এমরান হাসান kokshopoth Aug 22, 2025 এমরান হাসান আষাঢ়আকাশ— সুপ্রাচীণ মেঘের বাড়ি যেরকম।জানে এই পুষ্পিত গল্পকথাগুলো প্রকৃত পুষ্পিত নয়,যেমন ফুলেল নয় ফুল জন্মানোর ইতিবৃত্ত।জন্ম তো সুদীর্ঘ দুঃসহ জরায়ু তীব্রতা।অনিঃশেষ ইবাদতে নামে শব্দক্রমনিকাশোনে না কেউ প্রমত্তা জলের ওঙ্কার।রাতের কার্ণিশে নেমে আসে আশ্চর্য আয়োজনে কেউ কেউবৃষ্টির জলে ভেসে তারা হয়ে ওঠে বিস্মৃত আবেহায়াত।ঠুমরি তালে নেচে ওঠে ঘুঙুর,নগ্ন একতারাবৃষ্টির ঘোলাটে দৃষ্টি চুপচাপ এঁকে রাখে এই স্কেচ।ভোরের পায়তারা বাজে বর্ষা-মেঘের ডানায়সূর্য আসে বৃষ্টিরঙা শাদা একাহারি বেশেঘুমের নগ্নতা নামে গোপন ঘোরের আশ্বাসেকলিকালে এ দৃশ্য মেপে যায় মেঘ-দরোজার পায়তারাগৌড় মল্লারচিমনিতে ঘ্রাণ মেখেছে আঁধার।এইপাশে নেমেছে জলসাঘরের চালায় রাগ মল্লারীচুরাশি সিদ্ধার সাধনাকক্ষে ভাসে বুনোজ ধ্যানে জালন্ধরী কণ্ঠ—পায়ে জড়ানো কদম-সুবাস,পদ্ম-পাখুড়িতে বৃষ্টি নেমেছে ঢের।মাটিতে জাগে অনন্ত প্রাণের হুল্লোড় সহসা!জীর্ণ উঠোনের মৃতপ্রায় গুল্ম-বৃক্ষরাজি পেলো প্রাণমেঘের আমন্ত্রণে ভিজছে উদোম আঙিনা একাবৃষ্টি যেন কামার্ত পৌরুষ! ভাসায় স্রোতে—আছে যত সুর,তান,মল্লার…পদচিহ্নে জল জমছে সহসাই।সাহসী পায়রাও ফিরেছে নীড়ে।নাড়ির বন্দনারত পুরোহিত সাজায় ধ্যানমঞ্চ।সৌন্দর্যের রেখা টেনে যায় দরদী বাউলশাদা কৌপিনে ভাসে লালন সাঁইয়ের গান।