অরূপ গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা (Two poems by Arup Gangopadhyay)
কবি, সম্পাদক, প্রাবন্ধিক, চিত্রসমালোচক। প্রকাশিত কবিতার বই “তারবার্তা”। ২০২৫ বইমেলায় প্রকাশিত নতুন কাব্যগ্রন্থ— “আমার কোনো জন্মদিন নেই”। অরূপ এ সময়ের একজন উল্লেখযোগ্য কাব্য সংগঠকও বটে।
# ১
আমাদের পেরোস্ত্রোইকা–
চেনা মানুষের পাড়ায় এসেছে নতুন পাড়া,
নতুন আঙ্গিকে তারা গান গায়,
ফুল ছিঁড়ে খোঁপায় গোঁজে।
পুরোনো দেয়ালটি রাস্তার মাটিতে মিশে যাবার পর গ্রানাইট পড়েছে