Email: info@kokshopoth.com
August 18, 2025
Kokshopoth

অরূপ গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা (Two poems by Arup Gangopadhyay)

May 15, 2025

অরূপ গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা (Two poems by Arup Gangopadhyay)

কবি, সম্পাদক, প্রাবন্ধিক, চিত্রসমালোচক। প্রকাশিত কবিতার বই “তারবার্তা”। ২০২৫ বইমেলায় প্রকাশিত নতুন কাব্যগ্রন্থ— “আমার কোনো জন্মদিন নেই”। অরূপ এ সময়ের একজন উল্লেখযোগ্য কাব্য সংগঠকও বটে।

# ১

আমাদের পেরোস্ত্রোইকা–

 

চেনা মানুষের পাড়ায় এসেছে নতুন পাড়া, 

নতুন আঙ্গিকে তারা গান গায়,

                       ফুল ছিঁড়ে খোঁপায় গোঁজে।

পুরোনো দেয়ালটি রাস্তার মাটিতে মিশে যাবার পর গ্রানাইট পড়েছে

জলকাদায় ছড়িয়ে যায় বীজ, এক জলজ বোঝাপড়া–

পুরনোর সাথে নতুনের, অবশ্য হিসেব নিকেশ ছাড়াই

পেয়ালা ভরে যেতে থাকে, পেয়ালা খালি হয়,

ফেরার ফুটপাতগুলোও আগের মতন নেশাতুর

অবশ্য ফুটপাতের রং বদল হয়েছে,

নাচগানও তার সম্ভ্রম খুলতে শুরু করেছে

                                     আমাদের পেরোস্ত্রোইকা।

 

# ২

বজ্রের পরিধান–

 

সেবার বাতাস ভারি হয়ে ওঠলো

                    শাদা কালো মেঘে,

 

প্রকৃত মেঘেরা এলো কিছু পরে

বজ্রনিশান হাতে, শিরদাঁড়া ভেঙে দিতে

 

‘নানা ভাষা নানা মত নানা পরিধান’

 

ধানখেতে চিরঘুমে তিনটি কিশোর–

তাদের মুখের শূন্যতার উপর এসে পড়েছে 

                   শান্ত বিবশ এক ভোরবেলা