Kokshopoth অরূপ গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা kokshopoth Dec 20, 2024 অরূপ গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা কবি, সম্পাদক, প্রাবন্ধিক, চিত্রসমালোচক। প্রকাশিত কবিতার বই “তারবার্তা”। আগামী বইমেলায় বেরোচ্ছে নতুন কাব্যগ্রন্থ— “আমার কোনো জন্মদিন নেই”। বনবিহারি স্রোতের রেণুর কাছে, জলের শিকড়ে শিকড়েনিগূঢ় বিকেলটি বেশ মনোরম মনে হয় বৃদ্ধ বনবিহারি, হাতের সবুজ লাঠিটি তুলতেইঝুপ করে সন্ধে নেমে এল, অনেক বিকেল শান্ত গড়িয়ে গেছে আমাদের উপশমপ্রিয় ব্যথা বেদনায় হতভম্ব দাঁড়িয়ে বনবিহারি, গলায় মাফলার টেনে নেনকেননা, বাতাস ঠান্ডা— প্রাচীন আকর টান দিলেউড়ে যাবে মনে হয়, এই অলৌকিক ঘর-গেরস্থালি, খালি, সেলাই ফোঁড়াইড়ের পর ছুঁচ আর সুতো দুই-ই অদৃশ্য;এক একটা তাপ্পির মেরামতি থেকে সম্পর্কের খানা-খন্দ উঁকি মারে, অনন্ত জোৎস্নার ভেতর, তক্ষক ডেকে ওঠে কোথাও। অন্তহীনছিন্ন নদীতীর আশ্চর্য আর্তনাদ হয়ে ভেসে গেলরাস্তার শিরদাঁড়া ভেঙে জলজ উদ্ভিদ, কাঁটাগাছ—শতবর্ষ পরে মহাবট, আজ জলশয্যায় শুয়ে পড়েছেনঠান্ডা বাতাস বহে কোটি প্রজন্মের শিরায় শিরায় ছাদে খড়খড়ে ন্যাতা গীতাঞ্জলি, সুর-লয়হীনবাতাসে উড়ছে ত্রাণ আর আমি অন্তহীন ছুটে চলেছিস্টোভ, কেরোসিন ডিবা, থালা বাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় কান্নায় ভেঙে পড়ি,ডোবা-মাঠে ভেজাধান খুঁটে খেতে খেতে বিজ্ঞ পাখিদলবলে চলেছে বিদেশ বিভুঁই এ পড়ে থাকা অর্বাচীন ছেলেমেয়েদের কথা