Email: info@kokshopoth.com
October 13, 2025
Kokshopoth

অমিতাভ সেন

Aug 7, 2025

অমিতাভ সেন

তামান্না

 

বরিষনে যেন করুণ,

       মলিন, শস্যময়

প্রান্তরের অপেক্ষমাণ,

       প্রিয়হীন আবাস!

 

দংশনের চিহ্ন চুচুকে,

       অবনত আশ্লেষে…

হেলায় হারায় তামান্না

       ধর্মগ্রাসী উল্লাসে।

 

হরফ মোতাবেক গাঁথা

       মাল্য ঝরে কেবল

অকালকুসুম উরসে…

        অহেতুক জননে।

 

ভূমি যেন সিকতা,খর…

        অঙ্গে প্রোথিত দণ্ড,

ঘরের বাহিরে যেতে যে

         হবে, শূন্যের পথে…

 

 

অধর্ম

 

ডানা মেলে ধরে পছিয়াঁ বাতাসে

জাগে নিথর প্রেম বিদ্যুল্লেখায়—

বিশ্বাসে চিড়, পুড়ছে অঙ্গবস্ত্র

দেবতার, দাঁতে দাঁত চেপে ভক্ত

কার্যত করপুটে ধরে অধর্ম।

 

তবু পুষ্প ফোটে বনে, শ্রমবারি

ধর্মার্থীর যদিও অনভিপ্রেত,

‘মৃতে—দোষ নাই’ শূন্য হতে পূর্ণে

পঞ্জিকামতে, গণ্ডগোল তবুও

যায় বেধে, আপন-পর নিঃসাড়।

 

জালে আজ এত মাছ পড়েছে যে

বড়োগুলোরে জাগিয়ে রেখে জলে

ফের ছাড়তে হবে ছোটোগুলোরে—

ঘোলাস্রোত না বাঁচালে আগুনের

আদরে যে বরবাদ এবাদত!

 

কবিতার মতো সুন্দর প্রণবে

হয় যেন ছারখার অস্ত্রাগার।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *