Kokshopoth অভিজিৎ সরকার kokshopoth Aug 22, 2025 অভিজিৎ সরকার ঝড় নিঃশব্দে ঢুকে পড়ে ঝড়ের গতিবৃষ্টি নেই, শুধু শুধু বুক জুড়ে ফুটে আছে রাতের অন্ধকারের কালো মেঘ। তবুও বেশ আছি ! বৃষ্টি তো চাইনি আমিশুধু চেয়েছিলাম প্রবল থেকে প্রবল ঝড়, যে ঝড়ে নিমেষে সব ছারখার হয়ে যাবে…শুধু নির্জন রাতে বসে থাকবে রাত জাগা পাখিরা।