Kokshopoth হিন্দোল ভট্টাচার্য kokshopoth Aug 14, 2025 হিন্দোল ভট্টাচার্য মাঝি তোমার দুঃখের আমি সহযাত্রী নইশুধু জল ছুঁয়ে আসি, ডুব দিতে পারিনি এখনো।ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ দেখে বিদায় জানাই…ঘাটেই অপেক্ষা করিসে কখন ফিরে আসবে, যদি লঞ্চ ছাড়েতোমার দুঃখের আমি সহযাত্রী নই —দেখি ক্ষয়, লোভ, মৃত্যুবুঝি, বান আসবে বলে নদীপথ বন্ধ হয়ে গেছে।কীভাবে তোমার কাছে যাবকীভাবে আমার কাছে ফিরে আসবে তুমি!তোমার দুঃখের আমি সহযাত্রী নই,যে নদী একবার ভেসে যায়, তাকেকোনোদিন ফেরানো যায় না…
1 Comment
[…] হিন্দোল ভট্টাচার্য […]