Kokshopoth উৎপলেন্দু পাল kokshopoth Aug 15, 2025 উৎপলেন্দু পাল বৃষ্টি লিখবো বলে আমি এক পশলা বৃষ্টি লিখতে চেয়েছি চিরকাল লিখে উঠতে পারিনি আজও — মৌসুমী বায়ুর সাথে উড়ে খুঁজেছি ছন্দ ও অলংকার থমকে গেছি পর্বতের ঢালে , মেঘ থেকে মেঘান্তরে খুঁজে বেড়িয়েছি শব্দ ভান্ডার শুধু বজ্রাঘাতই পেয়েছি বার বার — মেঘলা বিকেলে রংধনু জুড়ে খুঁজেছি রোমান্টিকতা প্রতিবারই পেয়েছি শুধু পতনের যন্ত্রনা , ইলশেগুঁড়ি থেকে মুষলধারায় ভিজেছি কতবার তবুও এক পশলা বৃষ্টি লিখে উঠতে পারিনি এখনো।