Email: info@kokshopoth.com
August 17, 2025
Kokshopoth

অরিত্র দ্বিবেদী

Aug 15, 2025

অরিত্র দ্বিবেদী

আমি আর সে

 

জেগেছ ধরার বুকে আজ

 

সূর্য জ্বলেন নিজ তেজে

 

ঢালো জল আগুন নেভাতে

 

ব্রহ্ম কমল নিলে হাতে 

 

 

সে কমলে শপথ গ্রহণ

 

পুরনো ঋষির মতো মুখে

 

আলিঙ্গন বাঁধনে বাঁধ

 

রেখে দাও ক্লীষ্ট জাতও

 

 

আজ সে রণমল্ল দাস

 

নিজেকে নিজের লেখা দোষে

 

দুষি আমি, কালি মুখ টিপে

 

কথা মেলো কথার প্রদীপে

 

 

অন্যথা দেখি, চুপ থাকি

 

আমার কথার মুখে চুন

 

পত্রিকা জুড়ে ঠেলাঠেলি

 

কথা মালা প্যাঁচানো পাঁচালী

 

 

লিরিকের বিপরীতে তুমি

 

দাঁড়িয়ে প্রেমের কথা লেখো

 

ভাবো রোজ কী বলবে লোকে

 

কবি পাগল হলেন শোকে?

 

 

ওহে কবি ওহে আমিবর

 

ঘরে তোর কথার কবর!

 

তুমি আমি একসুতো গাঁথা

 

এক দেহ একটাই মাথা!

 

ইচ্ছে কুসুম

 

খুঁজব তোমায় দিচ্ছি কথা

 

আষাঢ় শেষের প্রথম দিনে

 

ফেলব খুঁজে সমস্ত হাত

 

 

শরতে তোমার মুখের কাছে

 

মুখ আনব, ইচ্ছে কুসুম

 

চোখ দুটি খুব রাখব চোখে

 

 

প্রাচীন প্রদেশ ভিন্ন দেশে

 

রাতভাঙাঘুম মশাল হাতে

 

ফিরছি কেমন রাস্তা পথে

 

 

খুঁজছি তোমায় সত্যি কথা!

 

দিব্যি দিচ্ছি, বর্ষা জানে

 

সকাল বিকেল কী বর্ষণে

 

ডুবছে ভাসছে খেয়া আমার

 

 

অন্ধ কুটির সন্নিকটে

 

ছায়া ছায়া ঘর, স্তব্ধপুরী

 

এ সভ্যতা হারানো দেশের

 

 

অবশেষে শীত, পাইনি খুঁজে

 

পায়ের তলার উঠেছে ছাল

 

হাতের মশাল লাগছে ভারী

 

খুঁজছি তোমায়, পাইনি তবু

 

সত্যি বলছি, বর্ষা জানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *