Email: info@kokshopoth.com
August 17, 2025
Kokshopoth

অনুপম নিয়োগী

Aug 15, 2025

অনুপম নিয়োগী

দিনলিপি

 

বাতাসের গন্ধ পাল্টে যাচ্ছে ক্রমশ। একই পাতায় সুখ ও অসুখের চেনা মুখ বাড়িয়ে তুলছে বয়স। তবুও জঙ্গলে যাই। জীবনের অভিমুখ খুঁজি। সময় চেনাই সন্ততিকে। লিখে যাই যা কিছু সম্ভাবনাময়,অক্ষয়। সময়ের অনন্ত প্রবাহে প্রতিটি বীজ আসলে লিখে রাখে পুনর্জন্মের কথা, জীবনের পারে অন্য জীবন।

 

ঘুম ভেঙে গেলে এখন ভুল ভেঙে যায়। দড়ি টানাটানি খেলা ছেড়ে সহজিয়া পথে এসে দেখা দাও আমার ঈশ্বর। ঘুমের ভেতর গড়িয়ে পড়ছি আজ। জানালার বাইরে মেঘ জমে উঠছে। গড়িয়ে নামছি আজ। গড়িয়ে নামছি সত্যের দিকে, কিছুটা ধ্বংসের দিকেও হয়তো।

হিংসার পর রূদ্ধ হয়েছে সমস্ত পথ। ভাবনার চিন্তা সূত্র ছিঁড়ে যায় আজ। ঘোলাটে সময়ের গায়ে টালমাটাল খেয়ে  যারা হারিয়ে ফেললো দিশা , তারা একদিন বিপ্লবের স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়েছে। এখন আপাতত বিরতি। এখন জোৎস্নার আলোয় জলের খোঁজে নেমে আমাদের  বাকিটা পথ এগিয়ে দেবে আমাদেরই ভাবনার সাদা ঘোড়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *