Email: info@kokshopoth.com
July 19, 2025
দেবদত্ত চক্রবর্তী

দেবদত্ত চক্রবর্তীর কবিতা

Nov 27, 2024

দেবদত্ত চক্রবর্তীর কবিতা

জন্ম ১৯৬৮। বরাক উপত্যকার কবি। হাইলাকান্দি এস এস কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। তাঁর কবিতা ইতঃমধ্যে আসাম এবং কলকাতার বহু পত্রপত্রিকায় এবং কবিতা সংকলনে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ- ‘সখি মুদ্রা তুমি পারাপার’, ‘বিনা অস্ত্রের ঘায়ে দিশাহারা’, ‘এবং সমাদৃতা’।

রাত্রি

এক যুদ্ধবিদ্ধস্ত

বারুদের গন্ধময় বাগানে

রাত্রিকে আমি প্রথম দেখি

মাতৃদুগ্ধ চোখ এবং অসুস্থ নগ্নতা নিয়ে

রুগ্ন সন্ধ্যার দাওয়ায় বসে জুঁইফুলের মালা বোনে

একটি নদীর অস্থির সূঁচের মতো যা একটি

অশান্ত ধাক্কায় বাতাসকে ভেঙ্গে দেয় এবং

ভালবাসায় বিদ্ধ হৃদয় হাহাকার করে

এবং যৌবন দীর্ঘশ্বাস ছাড়ে

রাত্রি

আমি ছায়ার মতো

তোমার পাশে এসে দাঁড়াই

চুপিচুপি তোমাকে চতুর্দিক থেকে

জড়িয়ে ধরে বলি, তোমার

ছিন্ন পোষাকের নীচে

আমার জীবন ডুবিয়ে দিতে চাই

যা এইমাত্র বাতাসকে স্পর্শ দিয়েছে

তোমার চোখে এখন জলের ভাঁজ

আমার যৌবন কবচ এড়িয়ে চলেছ তুমি

সম্ভবত আমার চোখে তুমি নগ্নতা দেখেছ এবং

লজ্জা তোমার চোখের জল হয়ে গড়িয়ে পড়ছে বাগানে

প্রবল ঢেউয়ের উত্তাল ছাই রাতে আমি আমার উদ্বিগ্ন

এবং ঐশ্বর্যময় মাংসের দিকে তাকাই এবং

একটি লাল আভায় পুড়ে ছাই হয়ে যাই