জন্ম ১৯৬৮। বরাক উপত্যকার কবি। হাইলাকান্দি এস এস কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। তাঁর কবিতা ইতঃমধ্যে আসাম এবং কলকাতার বহু পত্রপত্রিকায় এবং কবিতা সংকলনে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ- ‘সখি মুদ্রা তুমি পারাপার’, ‘বিনা অস্ত্রের ঘায়ে দিশাহারা’, ‘এবং সমাদৃতা’।